আইসিটিইএসবির নির্বাহী কমিটির মিটিং
১৬/১১/১৯ ইং তারিখে রাজধানীর কারওয়ান বাজারের হোটেল সুপার স্টার-এ আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ(আইসিটিইএসবি)-এর এক্সিকিউটিভ কমিটির জ্রুরী মাসিক সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপস্থিত ছিলেন আইসিটিইএসবির সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন , মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, মো. আবু বকর সিদ্দিক ; যুগ্ম সচিব আশফাকুর রহমান ,হাসান এনাম ,কোষাধ্যক্ষ জিয়াউর রহমান । এ সময় বিভিন্নদিক আলোচনা সাপেক্ষে মেম্বারশীপের মেয়াদ অনুমোদন দিন থেকে ১ বছর নির্ধারন করা হয় এবং ১ম বছর প্রতিষ্ঠা বাষিকী উদযাপন এর তারিখ ঠিক করা হয়।
