বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর এডভোকেট ড.মুন্সী শাহজাহান-কে আইসিটিইএসবির উপদেষ্টা (আইন বিষয়ক) পদে নিয়োগ

——-প্রেস বিজ্ঞপ্তি——–
বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর এডভোকেট ড.মুন্সী শাহজাহান-কে আইসিটিইএসবির উপদেষ্টা (আইন বিষয়ক) পদে নিয়োগ
আজ ০৫/০১/২০১৯ ইং, বরিবার
বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর এডভোকেট ও অ্যাডমিনিস্ট্রেটিভ আপীলেট ট্রাইব্যুনালস কোর্ট অফ বাংলাদেশ-এর প্যানেল এডভোকেট ড.মুন্সী শাহজাহান মহোদয়ের হাতে আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি )-এর উপদেষ্টা (আইন বিষয়ক) পদে নিয়োগের চিঠি তুলে দেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি )-এর সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন এবং মহাসচিব এসএম মোয়াজ্জেম হোসেন ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুশতাক আহমদ রূমী ।

এ সময় এডভোকেট ড.মুন্সী শাহজাহান মহোদয় আইসিটিইএবির উন্নয়ন, লিগ্যাল সমস্যার সমাধান এবং এর সকল মেম্বারদের বিনামূল্যে আইনী সহযোগিতা দেয়ার আশ্বাস প্রদান করেন ।
