আইসিটিইএসবি এর ঢাকা জেলা কমিটি গঠন

(প্রেস বিজ্ঞপ্তি)
ঢাকা, শুক্রবার, ২৪শে জুন ২০২২:
আইসিটি এমপ্লয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি) এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন-এর সভাপতিত্বে ঢাকার রামপুরায় আজ শুক্রবার সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সন্ধ্যা ৭.০০ মিনিটে শুরু হওয়ায় এই মিটিং এ সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন আইসিটিইএসবির মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবু বক্কর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সালাম, জয়েন সেক্রেটারী আশফাকুর রহমান, জয়েন সেক্রেটারী এনামুল হাসান, কোষাধক্ষ্য জিয়াউর রহমান, সহ নব গঠিত ঢাকা জেলা কমিটির অন্য সকল সদস্য বৃন্দ ও অন্যান্য। বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় স্থায়ী কমিটির মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন সহ অনান্য সদস্য বৃন্দ।
পরবর্তীতে আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ (আইসিটিইএসবি)-এর ঢাকা জেলার সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় শাখার সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ঢাকা জেলার ৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। ঢাকা জেলা কমিটির সদস্যরা হলেন, সভাপতি মোহাম্মদ এমরানুল হক খোন্দকার,সহ-সভাপতি মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া, মোঃ শাহাদাত হোসেন, মহাসচিব রাজন দত্ত,জয়েন সেক্রেটারী মাসুমা সুলতানা, মোঃ ইব্রাহিম খলিল,ট্রেজারারঃ ইসমাইল হোসেন।
এসময় সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন সংগঠনের বিভিন্ন সুযোগ-সুবিধা সহ অনান্য কার্যক্রম গুলো তুলে ধরেন। তিনি বলেন, আমাদের এই ৩ বছরের পথ চলায় আমরা বিভিন্ন দিক থেকে এগিয়ে গিয়েছি, এরই মধ্যে মাইক্রোসফট আমাদের ননপ্রফিট পার্টনার হয়েছে, তারা তাদের বিভিন্ন রিসোর্স আমাদের বিনা মুল্যে সরবরাহ করছে। পরবর্তীতে তিনি নব নির্বাচিত কমিটির সদস্যদের মতামত নেন ও সংগঠন সম্পর্কে তাদের অনুভুতি শোনেন। এসময় নবনির্বাচিত ঢাকা কমিটির সভাপতি মোহাম্মদ এমরানুল হক খোন্দকার সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
ঢাকা কমিটির সহ-সভাপতি মুহাম্মদ জাকারিয়া ভূইয়া তার সুদীর্ঘ বক্তব্যে ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার মধ্য দিয়ে আইসিটিতে বাংলাদেশে সরকারের বিভিন্ন অবদান ও নতুন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান চলমান বন্যা পরিস্থিতি সামাল দিতেও আইসিটি অবদান রাখা সম্ভব। এছাড়াও নবনির্বাচিত ঢাকা জেলা কমিটির অন্য সকল সদস্যরাও তাদের মতামত ও অনুভুতির কথা তুলে ধরেন।
–আশফাকুর রহমান
প্রেস সেক্রেটারী, আইসিটিইএসবি