প্রফেশনাল ওয়েব ডেভেলমেন্ট (PHP) কোর্স চালু

প্রিয় মেম্বারবৃন্দ ,
আসসালামু আলাইকুম ।
আপনারা নিশ্চয় ভালো আছেন ।
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ, প্রফেশনাল ওয়েব ডেভেলমেন্ট (PHP) কোর্স চালু করতে যাচ্ছে ।
উক্ত কোর্সটি আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের সকল মেম্বারদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে ।
কোর্সটি অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে পরিচালনা করা হবে ।
কোর্স শেষে ডিজিটাল সার্টিফিকেটস প্রদান করা হবে ।
আবেদন করার লিঙ্কঃ https://ictesb.org/member/application-for-event
ধন্যবাদ,
ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন
প্রেসিডেন্ট , আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি)