ICT Employee Society of Bangladesh will provide Microsoft Power Automate Software for free.
১০ হাজার জনকে Microsoft Power Automate সফটওয়্যারটি
আমাদের সোসাইটির সকল মেম্বারদের, বিভিন্ন ইউনিভার্সিটির
কম্পিউটার সায়েন্সে পড়ুয়া ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত
আইসিটি পেশাজীবী, ফ্রীল্যান্সারদের মাঝে বিনামূল্যে প্রদান করা হবে ।
রেজিষ্ট্রশন কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিকভাবে বন্টন শুরু হবে ।
শর্তাবলীঃ
যদি মাইক্রোসফটের সাথে সোসাইটি পার্টনারশীপ চলমান থাকে,তবে যারা আবেদন করবেন , যাচাই বাচাই সাপেক্ষে তাদের আবেদন অনুমোদন করা হবে এবং আগামী ২ বছরের জন্য সফটওয়্যার দেয়া হবে
যদি মাইক্রোসফটের সাথে সোসাইটি পার্টনারশীপ চলমান থাকে, তবে আমাদের সোসাইট যারা মেম্বারশীপ একটিভ থাকবে তাদের বছর নিদিষ্ট থাকবে না।
ICT Employee Society of Bangladesh চাইলে যে কোন সময় যে কারো লাইসেন্স বাতিল করতে পারবে
Microsoft Power Automate Software টি ব্যবসায়িক কাজে ব্যবহার যোগ্য নয়
ছাত্র-ছাত্রী হলে আইডি কার্ডের ফটোকপি আমাদের ইমেইলে পাঠাতে হবে info@ictesb.org
যারা এই সফটওয়্যার বিষয়ে জানেন না তাদের আবেদন করার প্রয়োজন নেই , কিংবা কেউ যদি জিজ্ঞেস করে এটি দিয়ে কি হয় তবে তার আবেদন বাতিল বলে গণ্য হবে
রেজিষ্ট্রশন কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিকভাবে বন্টন শুরু হলে ইমেইলে ইউজার আইডি এবং পাসওর্য়াড পাঠানো হবে , এই সফটওয়্যার কিভাবে কাজ করবে তা ইউটিউব ভিডিও দেখে নিজে নিজে করতে হবে