Event Details

Get Microsoft Power Automate Software
25-Oct-2023
15-07-2023 To 15-09-2024
NA: We will inform .

ICT Employee Society of Bangladesh will provide Microsoft Power Automate Software for free.
১০ হাজার জনকে Microsoft Power Automate সফটওয়্যারটি
আমাদের সোসাইটির সকল মেম্বারদের, বিভিন্ন ইউনিভার্সিটির
কম্পিউটার সায়েন্সে পড়ুয়া ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত
আইসিটি পেশাজীবী, ফ্রীল্যান্সারদের মাঝে বিনামূল্যে প্রদান করা হবে ।
রেজিষ্ট্রশন কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিকভাবে বন্টন শুরু হবে ।
শর্তাবলীঃ

  • যদি মাইক্রোসফটের সাথে সোসাইটি পার্টনারশীপ চলমান থাকে,তবে যারা আবেদন করবেন , যাচাই বাচাই সাপেক্ষে তাদের আবেদন অনুমোদন করা হবে এবং আগামী ২ বছরের জন্য সফটওয়্যার দেয়া হবে
  • যদি মাইক্রোসফটের সাথে সোসাইটি পার্টনারশীপ চলমান থাকে, তবে আমাদের সোসাইট যারা মেম্বারশীপ একটিভ থাকবে তাদের বছর নিদিষ্ট থাকবে না।
  • ICT Employee Society of Bangladesh চাইলে যে কোন সময় যে কারো লাইসেন্স বাতিল করতে পারবে
  • Microsoft Power Automate Software টি ব্যবসায়িক কাজে ব্যবহার যোগ্য নয়
  • ছাত্র-ছাত্রী হলে আইডি কার্ডের ফটোকপি আমাদের ইমেইলে পাঠাতে হবে info@ictesb.org
  • যারা এই সফটওয়্যার বিষয়ে জানেন না তাদের আবেদন করার প্রয়োজন নেই , কিংবা কেউ যদি জিজ্ঞেস করে এটি দিয়ে কি হয় তবে তার আবেদন বাতিল বলে গণ্য হবে
  • রেজিষ্ট্রশন কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিকভাবে বন্টন শুরু হলে ইমেইলে ইউজার আইডি এবং পাসওর্য়াড পাঠানো হবে , এই সফটওয়্যার কিভাবে কাজ করবে তা ইউটিউব ভিডিও দেখে নিজে নিজে করতে হবে
  • Apply Information

    Member Others