সৈয়দ জিয়াউল হক মহোদয়ের হাতে উপদেষ্টা নিয়োগের চিঠি তুলে দেন আইসিটিইএসবির সভাপতি ও মহাসচিব


২৬/০৮ /২০১৯ ইং;
টেকভেলি নেটওয়ার্ক লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্ট্রের ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক সচিব জনাব সৈয়দ জিয়াউল হক মহোদয়ের হাতে আইসিটিইএসবির উপদেষ্টা নিয়োগের চিঠি তুলে দেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি )-এর সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন এবং মহাসচিব এসএম মোয়াজ্জেম হোসেন ।