Member Meetup & ICT Career Counselling এর আয়োজন প্রসঙ্গে

প্রিয় মেম্বারবৃন্দ ,
আসসালামু আলাইকুম ।
আমরা আমাদের সকল মেম্বারবৃন্দদের নিয়ে আগামী ২৯/০২/২০২০ ইং তারিখে ‘Member Meetup & ICT Carrier Counselling’ আয়োজন করতে যাচ্ছি ।
আইসিটিইএসবি মেম্বার ব্যতীত অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে তারা মেম্বার হয়ে অংশগ্রহণ করতে পারবে ।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি
–জনাব মোহাম্মদ এনামুল কবির,পরিচালক (ট্রেনিং ও ডেভেলমেন্ট) , বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও উপদেষ্টা,আইসিটিইএসবি ।
–সৈয়দ জিয়াউল হক , সাবেক সচিব , বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ; এক্সিকিউটিভ ডিরেক্ট্রের ,টেকভেলি নেটওয়ার্ক লিমিটেড ও উপদেষ্টা,আইসিটিইএসবি ।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুশতাক আহমদ রূমী, সাবেক ভাইস প্রেসিডেন্ট (আইটি) ,এটিএন বাংলা ; এনালিস্ট , সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স যেদ্দা (১৯৭৬-১৯৯০) ; ও উপদেষ্টা,আইসিটিইএসবি ।
এডভোকেট ড.মুন্সী শাহজাহান ,প্যানেল এডভোকেট, এডভোকেট ও অ্যাডমিনিস্ট্রেটিভ আপীলেট ট্রাইব্যুনালস কোর্ট অফ বাংলাদেশ ,বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও আইন উপদেষ্টা, আইসিটিইএসবি ।
সভাপতিত্বেঃ ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন , প্রেসিডেন্ট , আইসিটিইএসবি ও সিইও , হোস্টকোডিং করর্পোরেশন ।
সঞ্চানলায়ঃ এস এম মোয়াজ্জেম হোসেন , মহাসচিব , আইসিটিইএসবি
আপনাদেরকে নিচের লিংকে মেম্বার আইডি দিয়ে ফ্রী রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি ।
https://ictesb.org/member/application-for-event
ধন্যবাদ,
ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন
প্রেসিডেন্ট , আইসিটিইএসবি