উপকমিটি প্রসঙ্গে
প্রিয় মেম্বারবৃন্দ,
আসসালামু আলাইকুম । আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি)-এর উপকমিটির অন্তর্গত (স্বেচ্ছাসেবী) ডেপুটি প্রেস সেক্রেটারী (০১), যুগ্ম দপ্তর সম্পাদক (০১),যুগ্ম প্রচার সম্পাদক (০১), গ্রাফিক্স ডিজাইনার (০১) আবশ্যক । আমাদের মেম্বারদের মধ্যে অভিজ্ঞতা-সম্পন্ন যোগ্য ব্যক্তিদের উপ-কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে । আগ্রহীরা বায়োডাটা ও আবেদনপত্রসহ ইমেল করতে পারেন info@ictesb.org
ধন্যবাদ,
ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন
প্রেসিডেন্ট,আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ(আইসিটিইএসবি)