আইসিটিইএসবি এর আয়োজনে “সাইবার ওয়ার্ল্ড রিস্ক এন্ড পসিবিলিটিস” সেমিনার অনুষ্ঠিত।
(প্রেস বিজ্ঞপ্তি)
ঢাকা, শুক্রবার, ১৮ই নভেম্বর ২০২২:
আজ বিকেল ৪ ঘটিকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আইসিটি এমপ্লয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি) এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “সাইবার ওয়ার্ল্ড রিস্ক এন্ড পসিবিলিটিস” শীর্ষক সেমিনার।
জয়েন সেক্রেটারি আশফাকুর রহমানের এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন ও সহ সভাপতি মোঃ আব্দুস সালাম। এছাড়া সেমিনারে প্রধান বক্তা ছিলেন ঢাকা আ্হছানিয়া মিশনের আইটি ইন চার্জ, গ্রাজুয়েট কলেজ অফ ইংল্যান্ড এর টেকনিক্যাল কন্সালটেন্ড, আইসিটিইএসবি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক। আইসিটিইএসবি এর সদস্যদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা কমিটির সদস্যগন সহ অন্য সাধারণ সদস্য বৃন্দ। এই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন , বর্তমান সময়ে বিশ্বজূড়ে সাইবার ক্রাইম একটি ভয়ংকর ক্রাইম যা ক্রমেই বেড়েই চলছে, এই ক্রাইম থেকে বাঁচতে হলে সাইবার সিকিউরিটি এওয়ারনেস বিষয়ে জানা অত্যাবশ্যক । বিশেষ অতিথি মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন তার বক্তব্যে সংগঠনের জন্মলগ্ন ও কার্যক্রম তুলে ধরেন। এবং সহ সভাপতি মোঃ আব্দুস সালাম অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ের উপর অল্প কথা তার বক্তব্য শেষ করেন।পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান বক্তা ও সংগঠনের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক তার বক্তব্যে সাইবার ওয়ার্ল্ড রিস্ক এন্ড পসিবিলিটিস এর উপর বিস্তারিত আলোচনা করেন।
–আশফাকুর রহমান
প্রেস সেক্রেটারী, আইসিটিইএসবি